ঈদ মোবারক শুভেচ্ছা। Bangla Eid Mubarak Wishes

ঈদ মোবারক শুভেচ্ছা। Bangla Eid Mubarak Wishes

 

ঈদ-উল-ফিতর বিশ্বজুড়ে মুসলিমদের কাছে একটি বিশেষ দিন। এই দিন আনন্দ ও একতার। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। এদিন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে জমিয়ে চলে খাওয়া-দাওয়া। নতুন জামাকাপড় পরে মিষ্টি এবং উপহার বিনিময় করা হয়। বন্ধুবান্ধব, পরিবার এবং গরিব-দুঃখীদের খাবার বিতরণ করে থাকেন মুসলিমরা। ঈদের উৎসব এসেছে, নিয়ে এসেছে আনন্দ। আল্লাহ দুনিয়াকে বরকতময় করেছেন। রমজানের দিন যত গড়াচ্ছে, ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচিত হয়। তাই সারা বিশ্বের মুসলমানরা ঈদের উৎসব অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপন করে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা এই দুটি ঈদকে ঘিরে আমাদের কতই না আনন্দ। তবে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ছাড়া যেন ঈদ অসম্পূর্ন থেকে যায়। ঈদ উপলক্ষে আপনজনদের পাঠিয়ে দিন সুন্দর সব শুভেচ্ছা বার্তা।

ঈদের শুভেচ্ছা মেসেজ

১। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।

ঈদে জানাই তোমার প্রতি আমার ভালোবাসা।

ঈদ মানেই নীল আকাশে মিষ্টি চাঁদের হাসি।

ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।

২। আকাশে উঠেছে নতুন চাঁদ, দিলাম তোমায় ইদের দাওয়াত।

দাওয়াত দিলাম আসবে বলে, না আসলে আনবো ধরে।

তাতেও যদি আসতে না চাও, এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও।

৩। ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব।
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
# ঈদ মোবারাক #

৪। হাঁসের ডিম মুরগির ডিম, দেখা হবে ঈদের দিন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি!
# ঈদ মোবারক #

৫। নিখুঁত শুভচ্ছা রইলো! ঈদের আনন্দে আপনার জীবন উজ্জ্বল হোক।

আল্লাহ তা’লা আপনাকে সব ধরণের সুখ, সমৃদ্ধি এবং আনন্দ দান করুক।

###ঈদ মোবারক###

৬। ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে?

খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,

তোমার জন্য ছিলো কত অপেক্ষা

তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা।

***ঈদ মোবারক***

৭। হাঁসের ডিম মুরগির ডিম

দেখা হবে ঈদের দিন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী

ঈদের দিন দাওয়াত না দিলে মারবো এক ঘুষি।

৮। নতুন চাদের আগমনে সারা জাগলো এ মনে

ঈদ এলো পবিত্র দিনে

দু:খ বেদনা ভুলে গিয়ে ইনজয় করো ঈদের দিনে

যদি বন্ধু মনে পরে, আসো বন্ধু আমার টানে

ইনভাইট করলাম এ শুভ ক্ষনে

আশায় আছি আসবে বলে

ঈদ মোবারক।

৯। আকাশে উঠেছে নতুন চাদ,

দিলাম তোমায় ঈদ এর দাওয়াত,

দাওয়াত দিলাম আসবে বলে,

না আসলে আনবো ধরে।

তাতেও যদি না আসতে চাও,

এসএম এস দিয়ে “ঈদ মোবারক” জানাও

১০। ঈদের খুশির দিনে তোমায় পরে মনে,

তুমি কাছে এলে কষ্ট যাই সব ভুলে,

তুমি দুরে গেলে কষ্ট গুলো বারে,

তাইতো তোমায় রেখেছি আমার মনের ১টি কোণে..!

****ঈদ মোবারক****

১১। সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।

আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।

খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প।

***ঈদ মোবারক***

শেষ কথা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসুন এই ঈদে সকলের সাথে একসাথে ঈদ উপভোগ করি। স্রষ্টার সকল সৃষ্টিকে ভালোবাসাতেই প্রকৃত আনন্দ বিরাজ করে। তাই গরিব ধনী নির্বিশেষে সকল বিবেধ ভূলে এই ঈদ কাটুক সবার আনন্দঘন পরিবেশে।

#কথা কম বলার উপায়! কেনো কথা কম বলবেন? কথা কম বলার উপকারিতা! #চুলের যত্ন কিভাবে নিতে হয়? চুলের যত্ন নেওয়ার উপায়

Related posts

Leave a Comment