জীবনে সফল হওয়ার উপায়। জীবনে সফল হওয়ার জন্য কি করা উচিত?

জীবনে সফল হওয়ার উপায়। জীবনে সফল হওয়ার জন্য কি করা উচিত?

 

জীবনে সফল হওয়ার উপায়গুলো এমনিতে খুবই সহজ এবং সাধারণ। তবে আমরা নিজের থেকে কখনো সেই উপায় বা নিয়মগুলো মেনে চলার কথা ভেবে দেখি না। জীবনে সফল হওয়ার উপায়গুলো জানতে হলে বাস্তব জীবনের অনেক কিছু মেনে চলতে হবে। এমন কিছু বিষয় আছে যা রাতারাতি অর্জন করা সম্ভব নয়। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম, সময়, অর্থ এবং প্রচন্ড ইচ্ছা শক্তির প্রয়োজন। যেকোনো কাজে সাময়িক ব্যর্থতা আসতে পারে। তার মানে এই নয় যে আপনি হতাশ হয়ে পড়বেন বা ভেঙে পড়বেন। হতাশ হয়ে পড়লে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। মনে রাখবেন ব্যর্থতা সফলতা লাভের প্রথম সিঁড়ি। আপনি সৃষ্টির সেরা জীব। আপনাকে ব্যর্থতা মানায় না। সৃষ্টিকর্তার দেয়া সুপ্ত প্রতিভাকে আপনাকে জাগ্রত করতে হবে। 

সফলতা মানে কি 

সত্যি বলতে সফলতা সঙ্গা বলতে বাস্তবে কিছুই নেই। তাহলে একটি ভালো চাকরি, ব্যবসা, বড় ঘর-বাড়ি বা গাড়ি এগুলো পাওয়ার মানেই কি সফলতা? তবে আপনার কাছে এগুলো পাওয়ার মানেই সফলতা হতে পারে। সাফল্যের কোনো রহস্য নেই। সাফল্য হলো মূল আদর্শকে নিয়মিত প্রয়োগ করার ফলশ্রুতি মাত্র। মূলত ’একটি যথার্থ উদ্দেশ্য উত্তরোত্তর উপলব্ধি করার নামই সফলতা। 

জীবনে সফলতা লাভের উপায় কি?

আমরা কম বেশি সবাই চাই জীবনে সফল হতে। রাতে ঘুমাতে যাই কিভাবে সফল হওয়া যায় তা ভেবে। সকালে ঘুম থেকে উঠি সফল হওয়ার সাধনা করার জন্যই। সবাই চায় জীবনে বড় কিছু করতে, বড় হতে, সবার কাছে সম্মান পেতে। নিজ নিজ ক্ষেত্রে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চায় সবাই। আপনি সফল হতে চান? তাহলে আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে।

যদি আপনার জীবনের লক্ষ্য হয় দিন মজুর হওয়ার তাহলে বিশ্বাস রাখুন আপনি দিন মজুর হয়েও সফলতা অর্জন করতে পারবেন। আর আপনার যদি লক্ষ্য হয় পাইলট হওয়ার তাহলে আপনার লক্ষ্য সে রকম উঁচুতেই রাখবেন। আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী সামনে এগোতে থাকেন তাহলে আপনার মতো সফল আর কেউ হতে পারবে না। মনে রাখবেন পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। সফল হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। আর তা হলো আত্মবিশ্বাসী হওয়া।

নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। কোনো জিনিস দোটানায় থাকা যাবে না। মনে রাখবেন, আত্মবিশ্বাসই সফলতার মূল শর্ত। আত্মবিশ্বাসীরা নিজের স্বপ্ন পূরণ করার জন্য ব্যাকুল হয়ে থাকে সবসময়। হোক তা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও নিজের স্বপ্নে অটুট থেকে এগিয়ে চলে আপন গতিতে। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না এমন সংশয়ই আপনাকে আপনার সফলতা থেকে টেনে নিচে নিয়ে আসতে পারে।

আপনি কেনো পারবেন না? যারা এই পৃথিবীতে সফল হয়েছে তারা তো রক্তে মাংসে গড়া মানুষ। তারা যদি পারে আপনি কেনো পারবেন না। আপনি আজকে পারেন নি দেখে কালকে পারবেন না এমন তো হতে পারে না। আপনার চিন্তা-ভাবনাকে বেশ প্রশস্ত করুন। সঠিক চিন্তা-ভাবনা মানুষকে সফল হতে বেশ সহায়তা করে। মানুষের সময় সব সময় এক থাকে না।

কখনো নিজেকে সফলতার নায়ক মনে হয়। কিন্তু পরক্ষণেই নেতিবাচক চিন্তা আসে হতাশার বাণী শোনাতে। বলতে থাকে এতো মানুষের মাঝে তুমি কি করতে পারবে? এই সব চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা জীবনকে অনেকটাই বদলে ফেলতে পারে। নিজের ‍দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন। দেখবেন আপনি সফলতার সিঁড়িতে এক ধাপ এগিয়ে গেছেন।

যে অভ্যাসগুলো পরিহার করতে হবে

জীবনে সফল হতে হলে আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। আজকে থাক কালকে করবো, সময় তো আছেই। আরে এটা তো একদম সহজ কাজ বেশীক্ষণ সময় লাগবে না। এই ধরণের কথা এবং কাজ পুরোপুরি বর্জন করতে হবে। শেষ মুহূর্তে আপনি হতো কাজটি করে ফেলবেন। কিন্তু শেষ মুহূর্তের কাজ সব সময় ভালো হয় না। আমরা সবাই ছোটবেলায় পড়েছি যে, অলস মস্তিষ্কে শয়তানের রাজা। কথাটি ভুল নয়।

কিছু মানুষ আছেন যারা বাস্তবতা থেকে অনেক দূরে থাকেন। কারণ তারা সব সময় কল্পনার রাজ্যে ডুবে থাকে। কল্পনা বিলাসীরা মনে মনে সারা বিশ্ব ঘুরে এসে দেখে তারা দাঁড়িয়ে আছে এক টুকরো হতাশার সামনে। তারা ভাবে সময় হলে আল্লাহ্ এমনিতেই দিবে। হ্যাঁ! ঠিক আছে আল্লাহ্ তো আপনাকে দিবেই। কিন্তু আপনাকেও তো চেষ্টা করতে হবে। এখন আপনি যদি ওই আশায় বসে থাকেন তাহলে কোনো দিনই সফলতার মুখ দেখতে পারবেন না। অলীক কল্পনার জগত থেকে বেরিয়ে আসুন। বাস্তবতার মুখোমুখি হন। কারণ বাস্তবতা অনেক কঠিন। 

তবে আপনাকে সফল হওয়ার জন্য কিছু জিনিস ত্যাগ করতে হবে। এর মধ্যেই প্রথমে আপনাকে অন্যের প্রতি শক্তভাবে ”না” বলতে শিখতে হবে। অপছন্দের মানুষ কিংবা অসৎ মানুষের কাছ থেকে দূরে রাখুন। অনেকেই নিজেকে অন্যের সাথে তুলনা করে থাকে। কিন্তু সফল মানুষেরা কখনোই সেটা করে না। তারা তুলনা করেন, তবে অন্য কারোর সাথে নয় নিজেই নিজের সাথে। আজকের আপনি আর গতকালের আপনিকে তুলনা করুন। দেখুন গতকালের ভুল থেকে একটু হলেও এড়িয়ে আসতে পেরেছেন কিনা আপনি। 

অন্যের নয় নিজের খুঁতগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। তাহলে সফলতা ধরা দেবে আপনার হাতে। আবার আমরা অনেক সময় কাজের চাপে প্রিয় মানুষদেরকে অবহেলা করে থাকি। অবহেলা করে থাকি নিজের শখ আর ভালো লাগাকেও। এতে করে আমরা জীবনে সফল হচ্ছি ঠিকই কিন্তু হারিয়ে ফেলছি প্রিয়জনদের। তাই কাজের পাশাপাশি সব ব্যাপারেই গুরুত্ব দিতে শিখুন

FAQS-

# জীবনে সফলতা লাভের উপায় কি?

=>যদিও সফলতা লাভের নির্দিষ্ট কোনো মূলমন্ত্র নেই কিন্তু কিছু অভ্যাসের মাধ্যমে আমরা জীবনে সফলতা লাভ করতে পারি। ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনে সফলতার মধ্যে তারতম্য রয়েছে। বিশেষ করে আর্থিকভাবে সফল হতে গেলে আপনাকে কাজের দিকে বেশি করে মনোযোগ দিতে হবে।

# জীবনে সফল হওয়ার জন্য কি করা উচিত?

=>সবার আগে নিজেকে গুরুত্ব দিন আপনি জীবনে যে ক্ষেত্রে সফল হতে চান। আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে। যদি আপনি নিজেকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না।

# জীবনে সফল হওয়ার বা উন্নতি করার মূল উপায় কি?

=>ইচ্ছে আর সেই ইচ্ছে পূরণের লক্ষ্যে চেষ্টা করে যাওয়া। আর খেয়াল রাখা চেষ্টা যেনো অনর্থক সময় না যায় ঠিক সেই পথেই যায়। অবশ্যই সফল হবেন না হওয়ার কোনো কারণ নেই।

শেষ কথা

পরিশেষে, আপনারা যদি ’জীবনে সফল হওয়ার উপায়’ খুঁজছেন তাহলে উপরের আলোচনাগুলো মনোযোগ দিয়ে পড়বেন। সফলতা দু’একদিনে আসে না। একটি লক্ষ্যের পেছনে দিনের পর দিন focus এর সাথে কাজ করার পর আমরা সফলতা পেয়ে থাকি। আর একবার যদি সফল হয়ে যান তাহলে আপনার আপন শত্রুও বন্ধুত্ব করতে চাইবে। তাই আজ থেকেই সাধনা শুরু করে দিন। সফলতা একদিন আপনার হাতে ধরা দিবেই।

# জীবনে খারাপ সময় আসা দরকার। খারাপ সময়ের মোকাবিলা কিভাবে করতে হয়? # আপনি কি নিজের উপর বিশ্বাস রাখেন? নিজের উপর বিশ্বাস রাখো!

Related posts

One Thought to “জীবনে সফল হওয়ার উপায়। জীবনে সফল হওয়ার জন্য কি করা উচিত?”

  1. […] জীবনে সফল হওয়ার উপায়। জীবনে সফল হওয়ার … # নিজেকে অনুপ্রাণিত করার সহজ উপায়। […]

Leave a Comment