প্রেম আর স্বপ্ন! মানুষ বড় হয় তার স্বপ্নের সমান

প্রেম আর স্বপ্ন! মানুষ বড় হয় তার স্বপ্নের সমান

 

প্রেম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি হতে পারে। কিন্তু এই আবেগটি আমাদের অবচেতন মনে এতটা গভীর প্রভাব ফেলে কেনো? আপনি যদি এমন কারো প্রতি আকৃষ্ট হন যিনি আপনার সাথে প্রেম করতে আগ্রহী নয় তাহলে এই ব্যক্তিকে নিয়ে আপনার স্বপ্ন দেখা স্বাভাবিক। অন্যদিকে আপনি যদি এই মাত্র নতুন কারো সাথে পরিচয় করে থাকেন এবং তার প্রতি দৃঢ় অনুভূতি অনুভব করেন তবে তারা সেই অনুভূতির প্রতীক হিসাবে আপনার স্বপ্নে দেখা দিতে পারে।

মনের মানুষের গুণাগুণ

আদর্শ মনের মানুষের গুণের কথা তুলে ধরতে হবে। শুধু তাই নয়, সেই মনের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হলে আপনার সঙ্গে তার জুটি কেমন হবে সেই বিষয়টা জানতে হবে। অর্থাৎ মনের মানুষের নানা গুণাবলী বিশ্লেষণ করতে হবে। কিন্তু কিভাবে বোঝা যাবে যে সম্পর্কের জন্য কোন মানুষটা আপনার জন্য উপযুক্ত। তাই সেই মানুষটার নামের পরিবর্তে তার মধ্যে থাকা গুণগুলোর কথা আপনাকে লিখতে হবে। সেই মানুষটা আপনার জন্য উপযুক্ত হয় সেক্ষেত্রে তার সঙ্গে প্রেমের সম্পর্কের ইচ্ছে রাখা যেতে পারে।

আর সেই মানুষটা যদি আপনার জন্য আদর্শ না হয় তাহলে এই পদ্ধতির মাধ্যমে আরো অন্য ভালো কোনো সঙ্গীর মনোযোগ আকর্ষণ করা যাবে।

প্রেমে স্বপ্ন দেখা

প্রেমের স্বপ্ন দেখা খুবই সাধারণ একটা ঘটনা। প্রেম একটি শক্তিশালী আবেগ এবং প্রেমের স্বপ্ন প্রায়ই এটির সাথে আমাদের অভিজ্ঞতাকে প্রতিফলিত করে। আমরা যখন প্রেমের স্বপ্ন দেখি তখন আমরা নিজেদের আবেগ, আকাঙ্ক্ষা এবং স্নেহের অনুভূতি গুলো অনুভব করতে পারি। প্রেমের ব্যাপারে স্বপ্নগুলো আমাদের সম্পর্কের ভবিষ্যত বা অন্য লোকেরা আমাদের ব্যাপারে কেমন অনুভব করে সে ব্যাপারে আমাদের ভয়কে প্রতিফলিত করতে পারে।

আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার সঙ্গী আপনার সাথে প্রতারণা করছে বা অন্য কারো জন্য আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে এটি একটি চিহ্ন হতে পারে যে আপনি বাস্তব জীবনের ঘনটাগুলি নিয়ে চিন্তিত। যে আপনাকে ভালবাসে না তার সাথে প্রেম করার স্বপ্ন দেখার অর্থ হল আপনি অন্যদের কাছ থেকে গ্রহণযোগ্যতা এবং বৈধতা খোঁজার চেষ্টা করছেন। এটি একটি সতর্কতা যে অন্য লোকেদের খুশি করার জন্য আপনার এতোটা চেষ্টা করা উচিত নয়। আপনার নিজের জন্য একটু বেশি করে যত্ন নেওয়া উচিত।

ভালোবাসা আর প্রেম

পৃথিবীতে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। ‘ভা লো বা সা’ এই চারটি অক্ষরের শব্দটি ইট পাথরের তৈরী কোনো বাসা বাড়ি নয়। ভালোবাসাকে দেখা বা ছোঁয়া যায় না। তাকে অনুভব করে নিতে হয়। মূলত ভালোবাসা টিকে থাকে আস্থা এবং বিশ্বাসের উপর। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ, মমতা এবং তার প্রতি টান থেকেই ভালোবাসার উৎপত্তি হয়।

আর প্রেম ভালোবাসার একটা রূপ। আবার ভালোবাসার অনেক রং, রূপ, গন্ধ প্রভূতি বৈশিষ্ট রয়েছে। ভালোবাসা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়ে থাকে। যেমন, মায়ের সাথে ছেলের ভালোবাসা, বাবার সাথে মেয়ের ভালোবাসা, ভাইয়ের সাথে বোনের ভালোবাসা এবং প্রাপ্ত বয়স্ক কোনো ছেলের সাথে মেয়ের ভালোবাসা ইত্যাদি।

প্রেমের স্বপ্ন

কাউকে স্বপ্ন দেখিয়ে স্বপ্নের মাঝপথে তাকে ছেড়ে দিও না। যদি সাহস না থাকে তাহলে তার হাতটা ধরেছিলে কেনো? তুমি যখন তার হাতটা ছেড়ে দিবে তখন ভেবে নিও সে বড় একা হয়ে যাবে। সে অন্ধকার থেকে আলোতে আসতে পারলেও মনের ভেতরে কালো দাগটা মুছতে পারবে না। মানুষ কখনো ছেঁকা খায় না আসলে তারা হেরে যায় মিথ্যে ভালোবাসার কাছে।

তবে সাবধান ভালো কেবল একজনকেই বাসা যায়। আর সেটা মনের অজান্তেই হয়ে থাকে।ভালোবাসা কতটা পবিত্র উদারতার হয় সেটা যে ভালোবাসে সেই বোঝে কত ধানে কত চাল। প্রেমে পড়লে কষ্ট পেতেই হবে। কারণ গোলাপ তুলতে গেলে কাটা না খেলে গোলাপ তোলার স্বার্থকতা বোঝা বড় দায়। প্রত্যেকটা মানুষ প্রেমে পড়ে থাকে এবং প্রেমের স্বপ্ন দেখে থাকে।

তাই সবাইকে বলি কাউকে মন থেকে ভালোবাসবেন না। কারণ মন থেকে ভালোবাসলে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। প্রথম প্রেম নষ্ট হলে আপনি প্রচন্ড কষ্ট পাবেন। যখন কয়েকদিন কেটে যাবে তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মনের ভিতরে সেই কালো দাগ আপনাকে টুকরো টুকরো ছিড়ে খাবে।

মানুষ বড় হয় তার স্বপ্নের সমান

ছোট ছোট ভাবনা, ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট কাজের সমষ্টিই জীবন। আর এই প্রতিটি চিন্তা, স্বপ্ন জীবনকে প্রভাবিত করে। জীবনে চলার পথে মানুষ অনেক স্বপ্ন দেখে থাকে। মূল কথা হলো স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্বপ্ন সাধারণত দুই রকমের হয়ে থাকে। যার একটি হলো স্বাভাবিক স্বপ্ন যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে থাকি।

এই স্বপ্নের কোনো মানেই থাকে না। আরেক ধরনের স্বপ্ন আছে যা মনছবি বা আমরা বলতে পারি জীবন ছবি। আর এটা হলো বড় হওয়ার স্বপ্ন। একটা কিছু করার স্বপ্ন। আর এই স্বপ্নই আমাদের সুন্দর জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। একজন মানুষ তার আশার সমান সুন্দর ও বিশ্বাসের সমান বড় হতে পারে। আমরা অনেকেই মনে করে থাকি স্বপ্ন মানেই একটি কল্পনামাত্র। কিন্তু তা নয়। স্বপ্ন মানেই বাস্তব, স্বপ্ন মানেই গন্তব্য। আমি কোথায় যেতে চাই তার নাম স্বপ্ন।

মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে।বাস্তব স্বপ্ন এবং চেষ্টা কখনোই ব্যর্থ হয় না। যদি স্বপ্নকে বিশ্বাসে রূপান্তরিত করতে পারেন তাহলে তা অর্জন করা সম্ভব হয়। লক্ষ্য অর্থাৎ স্বপ্ন এক অভীষ্ট উদ্দেশ্য। লক্ষ্য শুধুই অলীক স্বপ্ন নয়। এটা তেমন স্বপ্ন যা বাস্তবায়িত করা হয়। লক্ষ্য স্থির না করা পর্যন্ত কোনো কিছুই করা সম্ভব নয়। প্রথম পদক্ষেপটি পর্যন্ত নেওয়া সম্ভব নয়। লক্ষ্যহীন মানুষ বিভ্রান্ত। জীবন নদীতে সে হয় নদীতে মাঝি ছাড়া নৌকার মতো।

নদীতে নৌকা যেমন এদিক সেদিক ঘুরাঘুরি করে কিন্তু তীরে ভিড়তে পারে না। ঠিক তেমনি মানুষও হোঁচট খেতে খেতে সামনে এগিয়ে যায় তবে যেহেতু তার কোনো গন্তব্য জানা নেই তাই কোথাও পৌঁছাতে পারে না।জীবনে বেঁচে থাকার জন্য যেমন বায়ুর প্রয়োজন আছে তেমনি জীবনে বড় হওয়ার জন্য প্রয়োজন স্বপ্নের। স্বপ্ন ছাড়া কেউ সফল হয় না। আপনি কোথায় পৌঁছতে চান সে সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা চাই। তাই শুরু করার আগে কোথায় যাবো তা স্থির করা দরকার।

আমাদের সকলের আশা থাকে যে আমরা সবাই সফল হবো। সৃষ্টিকর্তার কাছে সব মানুষ সমান। তাই তিনি সবাইকে বড় হওয়ার জন্য, জীবনে বড় কিছু অর্জন করার জন্য স্বপ্ন দেন। যারা তার স্বপ্নটা দেখা মাত্র চিনতে পারেন এবং স্বপ্ন পূরণের জন্য যা কিছু করা প্রয়োজন তা করেন, তাদের জীবনেই স্বপ্ন পূরণ হয়।

FAQS-

# স্বপ্ন বলতে কি বুঝায়?

=>স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় মানুষের মনের মধ্যে আসে। এগুলো কল্পনা হতে পারে অবচেতন মনের কথা হতে পারে। অন্য কিছুও হতে পারে যা শ্রেণীবিন্যাস করা বেশ কষ্টকর। সাধারনত মানুষ অনেক স্বপ্ন দেখে্ থাকে। তবে সবগুলো মনে রাখতে পারে না।

# ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখলে কি হয়?

=>স্বপ্ন বিজ্ঞান অনুসারে, আপনি যদি স্বপ্নে আপনার প্রেমিক সঙ্গীকে দেখেন তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল আপনার কারো সঙ্গে প্রেমের সম্পর্ক বা প্রেমের বিয়ে হতে পারে।

# স্বপ্নে প্রেম দেখার কারণ কি?

=>প্রেমে পড়ার স্বপ্ন দেখার অর্থ হতে পারে আমাদের জীবনে কেউ বা কিছু অনুপস্থিত । আপনি যে খালি অনুভূতি অনুভব করছেন তা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। হতে পারে আপনি বন্ধু, ভালবাসা, সমস্যার সমাধান বা সমর্থন খুঁজছেন।

# স্বপ্নে সঙ্গীকে না পেলে কি হয়?

=>একটি সত্যিই সাধারণ স্বপ্ন যা আমরা আমাদের উল্লেখযোগ্য অন্যটিকে ঘিরে দেখব তা হল আমরা সেগুলি খুঁজে পাচ্ছি না এটি দুটি জিনিসের একটি নির্দেশ করতে পারে। এর অর্থ হতে পারে যে আপনি তাদের মিস করছেন এবং আপনি তাদের সাথে পর্যাপ্ত সময় ব্যয় করছেন না। কারণ তারা সর্বদা কাজ করে বা হতে পারে এটি একটি দীর্ঘ-দূরত্বের সম্পর্ক।

# স্বপ্নে প্রেমিকাকে দেখলে কি হয়?

=>স্বপ্ন শাস্ত্র মতে, এর থেকে বোঝা যায় যে প্রেমিকাই আপনার জীবনসঙ্গী হওয়ার যোগ্য। অন্য দিকে এই স্বপ্ন ধন আগমনের ইঙ্গিত দেয়। স্বপ্ন শাস্ত্র বলছে, কেউ যদি স্বপ্নে নিজের প্রেমিকাকে মিষ্টি খেতে দেখেন তা আপনার জীবনে একটি শুভ ইঙ্গিত নিয়ে আসে। এর অর্থ আপনার সমগ্র জীবন ভালোবাসায় ভরে থাকবে।

শেষ কথা

প্রেম করতে হলে সেই দিনের অপেক্ষা করা উচিত যখন কারো সাথে মনের অজান্তেই ভালবাস হয়ে যায়। এবং সেই ভালবাসার মানুষটির হাত ধরেই সারাজীবন বাঁচতে ইচ্ছে হয়। নাহলে হাজারটা প্রেম করলেও সত্যিকারের ভালবাসার দেখা কখনোই পাওয়া যাবেনা এবং সেই অনুভূতি থেকে সারাজীবন বঞ্চিত থাকতে হবে।

একজন লেখক বলেছিলেন, “ভালোবাসা হচ্ছে সিগারেটের ধোঁয়ার মত। যার পরিণাম পোড়া ছাই। ধোঁয়াটা দেখতে পাচ্ছি কিন্তু আগুনের জ্বালানিটা দেখতে পাচ্ছি না”। পৃথিবীতে ভালোবাসা আছে, থাকবে। স্বপ্ন, আশা, প্রত্যাশা সব থাকবে জীবনে। এসব মানবীয় বৈশিষ্ট্য। শুধুমাত্র আমাদেরকে আমাদের জ্ঞান, বিচার-বিবেচনা, বিবেক-বুদ্ধি, মেধা সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক পরিবেশে কাজে লাগানো খুব জরুরি।

# ভালোবাসা কাকে বলে? # মানুষ বড়ই স্বার্থপর!

Related posts

Leave a Comment