কীভাবে সুন্দর করে কথা বলব? সুন্দর করে কথা বলার উপায়

কীভাবে সুন্দর করে কথা বলব? সুন্দর করে কথা বলার উপায়

 

নিজেকে স্মার্ট হিসেবে তুলে ধরার একটি বড় মাধ্যম হলো আপনি কিভাবে কথা বলেন। বাহ্যিক দিক থেকে সুন্দরভাবে কথা বলাটাও সৌন্দর্যে্যর একটা অংশ। সুন্দর করে কথা বলতে না পারার কারণে অনেক সময় জীবনে পিছিয়ে পড়তে হয়। সুন্দর করে কথা বলাটা খুব কঠিন কোনো কাজ নয়। শুধুমাত্র একটু চর্চার বিষয়। আর একটুখানি নিয়মিত চর্চা আপনার জীবনে এনে দিতে পারে জীবনে নতুন মোড়। আপনি হয়তো আপনার সুন্দর চেহারা দেখিয়ে একজন মানুষকে কিছুটা সময়ের জন্য সম্মোহিত করতে পারেন। কিন্তু আপনার কথা বলার ধরণ যদি সুন্দর না হয় তাহলে সেই আকর্ষণ আপনার হয়তো বেশিক্ষণ থাকবে না। আর এই জন্য প্রয়োজন স্মার্টভাবে কথা বলার উপায় জানা। যা একজন মানুষকে সহজেই স্মার্ট করে তুলবে। 

সুন্দর করে কথা বলার উপায়

মানুষের প্রকাশ করার প্রবণতা সবচেয়ে বেশি। নিজেকে প্রকাশ করতে কে না চায়। সবাই চায় নিজেকে সুন্দর করে সবার কাছে উপস্থাপন করতে। বাহ্যিক সৌন্দর্যে্যর একটি অন্যতম উপাদান হচ্ছে সুন্দর করে কথা বলা। এই কাজ খুব কঠিন কোনো বিষয় নয়। সুন্দর করে কথা বলার জন্য নিজের চেষ্টা আর কিছু গাইড লাইন যথেষ্ট। অনেকেই আছেন অনেক সুন্দর মনের মানুষ, দেখতেও অনেক সুন্দর। কিন্তু সুন্দর করে কথা বলতে পারে না। তিনি ভালো কথা বললেও যিনি শুনেন তার রাগ উঠে যায়।

নিজেকে তিনি নিজেই বোঝাতে পারেন না যে, তিনি কি করবেন? তাই তার সবকিছুই অস্থির লাগে। মন ভালো হলেও তিনি ভালো মানুষ হিসেবে পরিচিতি পান না। কিংবা সমাজে তাকে নানা ধরণের জটিলতায় পড়তে হয়। শুধুমাত্র কিভাবে সুন্দর করে কথা বলতে হয় তা না জানার জন্য। সুন্দর করে কথা বলা একটি আর্ট। স্মার্টনেস হলো তার প্রথম শর্ত। অনেকেই অনেক ভাবে ট্রাই করে সুন্দর করে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টাকে সবাই হাসির খোরাক বানিয়ে ফেলেছেন

সহজ ভাবে কথা বলা 

কথা যতো সহজ ভাবে বলা যায় মানুষ সাধারণত ততো সহজে বুঝতে পারে। তাই দেখা যায় সফল স্মার্ট ব্যক্তিরা সব সময় সহজ ভাষায় কথা বলে থাকে। আর এটা তাদের কথা বলার স্টাইল এবং কিভাবে কথা বলতে হয় তা তারা জানে। তারা মূলত এক এক জায়গায় এক এক স্টাইলে কথা বলে থাকে। তারা মূলত যেখানে বাচ্চাদের মতো সুইটনেস দেখিয়ে কথা বলতে হয় সেখানে তারা সেটাই করে থাকে। আর প্রফেশনাল জায়গাগুলোতে প্রফেশনাল ভাবে কথা বলতে হয় সেখানে তারা সেটাই করে থাকে। তারা তাদের এই স্মার্টনেস বৈশিষ্ট্যের কারণে সবার কাছে প্রিয় হয়ে থাকে। 

বিভিন্ন রকম বই পড়া

জ্ঞান অর্জনের জন্য বই এর বিকল্প কিছু নেই। বই মানুষের সবচেয়ে কাছের উপকারী বন্ধু। সুন্দর করে কথা বলার জন্য বা মুখের জড়তা দূর করার জন্য আপনি বইয়ের কঠিন উচ্চারণগুলো বার বার পড়তে পারেন। আপনি যতো বেশি বই পড়বেন জ্ঞানের পরিধি আপনার ততই বৃদ্ধি পাবে। তাই সুন্দর করে কথা বলার জন্য বিভিন্ন রকম বই পড়তে পারেন।

চলিত ভাষায় কথা বলা 

যে ভাষা সবাই বোঝে সে ভাষায় কথা বলা উচিত। উচ্চারণ শুদ্ধ করে কথা বলতে শুনতেও ভালো লাগে। আঞ্চলিক ভাষা পরিহার করুন। ইংরেজী কথায় কথায় না বলাই ভালো। যারা ইংরেজী বলে পন্ডিত সাজতে চান তারা হাসির পাত্র হয়ে যায়। কোনো উদ্ধৃতি যদি ইংরেজীতে হয় তাহলে সেটা বাংলায় বলতে পারেন। তবে ইন্টারন্যাশনাল কনভার্সেশনে পুরোটাই ইংরেজীতে বলবেন। সেখানে ভুলেও কোনো নিজের ভাষা প্রয়োগ করবেন না। এতে লোকাল লোকজন খুশি হলেও আর্ন্তজাতিক সদস্যরা মনে খুব কষ্ট পায়। তাই এদিকে খেয়াল রাখতে হবে। চলিত ভাষায় কথা বলতে বলতে যদি ভাষা চেঞ্জ করতেই হয় তাহলে অনুমতি নিয়ে নিবেন।

আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা

যা বলবেন আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন। মনে দ্বিধা নিয়ে কোনো কিছু বলা উচিত নয়। কারণ বক্তাকে দ্বিধানিত দেখলে শ্রোতারা বক্তার উপর আস্থা হারিয়ে ফেলে। গলার ভয়েস টোন বাড়ান। যেখানে জোরে কথা বলার দরকার সেখানে জোরে কথা বলুন এবং যেখানে আস্তে কথা বলার প্রয়োজন সেখানে আস্তে কথা বলুন। এমন ভাবে কথা বলবেন যাতে শ্রোতার মনে হয় আপনি যা বলছেন তাই সঠিক। এমনকি আত্মবিশ্বাসের সাথে আপনি মিথ্যা বলেও পার পেয়ে যেতে পারেন অনেক সময়। তাই নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো কথা বলার চেষ্টা করতে হবে। নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। 

ভদ্রতা ও শালীনতা বজায় রেখে কথা বলা

ভদ্রতা বজায় রেখে কথায় বলুন। অন্যের কথার মধ্যে আপনার যদি কথা বলতে হয় তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলতে পারেন। এক্সমিউজ মি বলে বক্তার সাথে যা যোগ করতে চাচ্ছিলেন বলবেন বা কোনো ব্যক্তিগত মতামত দিতে পারেন। আর খারাপ ভাষা ব্যবহার করবেন না বা কাউকে ইমোশনাল কোনো ভাষা ব্যবহার করবেন না। কারো কোনো ভুল থাকলে অথবা আপনাকে যদি কেউ অ্যাটাক করে কথা বলে পরবর্তীতে আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন। 

বই পড়ার অভ্যাস গড়ে তোলা

সুন্দর করে কথা বলা শিখতে বই পড়া অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে যেকোনো ভালো মানের বই পড়তে পারেন। জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই। উচ্চারণ শুদ্ধ করতে বইয়ের কঠিন শব্দগুলো জোরে জোরে পড়ে অনুশীলন করা যেতে পারে। আবার সুন্দর করে কথা বলার জন্য pdf বই পড়া যেতে পারে। 

শেষ কথা

নিজেকে সঠিকভাবে উপস্থাপননের জন্য সঠিক ও সুন্দরভাবে কথা বলতে পারা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম দিকে এই উপায়গুলো অনুসরণ করতে সংকোচ মনে হলেও একবার সেগুলো কাটিয়ে উঠতে পারলে তার সুফল উপভোগ করা সম্ভব। এই সবকিছুর মূলে রয়েছে আপনার নিজের আগ্রহ এবং ইচ্ছাশক্তি। নিজস্ব চেষ্টা এবং উপরের গাইডলাইনগুলো অনুসরণ করলে সুন্দর করে কথা বলার কৌশল আসবে নিজের হাতের মুঠোয়।

# কিভাবে ধনী হওয়া যায়? অল্প বয়সে গরিব থেকে ধনী হওয়ার সহজ উপায় # কান্না করা কি স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতিকর? কান্নারও রয়েছে স্বাস্থ্য উপকারিতা!

Related posts