জাহান্নামের শাস্তি কেমন হবে? জাহান্নামের কাহিনী চির দু:খ-কষ্ট, অপমান, দুর্ভাগ্য, লজ্জা-শরম, বিড়ম্বনা, ক্ষুধা-পিপাসা, আগুন, হতাশা-নিরাশা, চিৎকার-কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব-গযব প্রভূতি আরও যত কষ্ট আছে তার স্থানের নামই হলো জাহান্নাম। বিন্দুমাত্র শান্তি নেই সেখানে। জাহান্নামের ভিতরে মানুষকে হাত-পা এবং ঘাড়-গলা শিকলে বেঁধে বেড়ি পরিয়ে দলে দলে নিক্ষেপ করা হবে। যার ভিতরে শুধু অতিবেশি তেজ ও দাহ্য শক্তি সম্পূর্ণ আগুন ছাড়া আর কিছুই নেই। যেই আগুনের তাপমাত্রা পৃথিবীর আগুনের থেকে ৬৯ গুণ বেশি। জাহান্নাম আল্লাহ তায়ালা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হল মানুষ এক আল্লাহর দাসত্ব…
Read More