ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ফ্রিল্যান্সিং শুরু করার উপায়
আমরা সাধারণত ফ্রিল্যান্সিং সবাই শিখতে চাই। কিন্তু আমরা ফ্রিল্যান্সিং কথাটি সবাই বলতে পারি না। অনেকে বলি ফাইন্যান্স করবো, ফ্রিল্যান্স করবো, আউটসোর্স করবো। এর সঠিক উচ্চারণ হলো ফ্রিল্যান্সিং। যার বাংলা অর্থ হলো ”মুক্ত পেশা”। মুক্ত পেশা বলতে আমরা সাধারণত যে কোনো চাকরি করি সেখানে একটা নির্ধারিত সময় থাকে। কিন্তু এখানে কোনো রকম ধরা বাঁধা সময় নেই। আপনি যেকোনো সময় যে কোনো পরিস্থিতিতে করতে পারেন। ধরেন, আপনি কোনো গাড়িতে যাচ্ছেন বা আপনি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন সেখানে গিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। নিজেই ঘরে বসে করতে পারবেন।
যেসব ডিভাইস প্রয়োজন
এখন প্রশ্ন হলো ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনার কোন কোন ডিভাইস প্রয়োজন বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কি না সে সম্পর্কে। বন্ধুরা, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। কারণ মোবাইল দিয়ে সব কাজ করা যায় না। আপনি যদি একটা অফিসে চাকরি করেন আর অফিসের বস আপনাকে যদি একটা ফাইল এক্সেলে করে পাঠাতে বলে তাহলে কি পাঠাতে পারবেন। পারবেন না। তাই আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমত একটা লেপটপ বা কম্পিউটার প্রয়োজন। কম্পিউটার বা লেপটপ হাই কনফিকার হতে হবে তা নয়। কম বাজেটের হলেও হবে। প্রথমে আপনার একটা কম্পিউটার হলেই হবে। যখন আপনি ভালো ভাবে কাজ করবেন বা ফ্রিল্যান্সিং শিখে গেছেন তখন আপনার একটা হাই কনফিকার বা হাই-স্পিড কম্পিউটার দরকার হবে। তখন আপনি কিনে নিতে পারবেন।
যোগ্যতা অর্জন
এখন একটা ব্যাপার হচ্ছে আপনার যেকোনো বিষয় জানার খুব আগ্রহ আছে। আপনার মধ্যে শেখার খুব ইচ্ছা আছে। কিন্তু আপনি যে বিষয়টি জানার বা শেখার ইচ্ছা আছে। আপনাকে সেই বিষয়টির উপর যোগ্যও হতে হবে। আপনি যখন কোনো চাকরির জন্য আবেদন করেন তখন সেই চাকরি অনুযায়ী আপনাকে যোগ্য হতে হয়। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য হতে হবে। যোগ্যতা বলতে সাধারণত কম্পিউটারের ছোট ছোট বিষয় যেমন কম্পিউটার চালানো, বিভিন্ন ধরণের সফটওয়ার ডাউনলোড এবং ইনস্টল করা। ইন্টারনেট ব্রাউজিং করা। গুগল ড্রাইভ, এমএস ওয়ার্ড ইত্যাদি ছোট ছোট স্কিল আছে সে বিষয়গুলো সম্পর্কে জেনে রাখা উচিত।
কোথা থেকে শিখবেন
আপনি যেকোনো বিষয় শেখার জন্য কি করবেন? আপনি যাই জানতে এবং শিখতে চান তার সবকিছুই গুগল থেকে শিখতে পারবেন। গুগল এমন একটা সার্চ ইঞ্জিন যেখানে আপনি যেকোনো বিষয় সহজে জানতে পারবেন। ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। আপনাকে সঠিক বিষয়টা নিয়ে গুগলে সার্চ বা রিচার্চ করতে হবে। তাহলে আপনি সঠিক ভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।
কোন বিষয় ফ্রিল্যান্সিং শিখবেন
ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে আগে কোন বিষয়টির উপর ফ্রিল্যান্সিং করতে চান সেটা জানতে হবে। ধরুন, আপনি কোনো কিছুই জানেন না। আপনি কম্পিউটার ব্যবহার করতে পারেন না। তাহলে আপনাকে প্রথমে কম্পিউটার ব্যবহার করা শিখতে হবে। কম্পিউটার ব্যবহার করা শিখে গেলে আপনাকে এখন বিষয়টির উপর ফ্রিল্যান্সিং শিখবেন তা জানতে হবে। অনেক মানুষের কাছে শুনবেন কেউ ওয়েব ডেভলপমেন্ট শিখবে। আবার কেউ ডিজিটাল মার্কেটিং শিখছে। কেউ গ্রাফিক্স ডিজাইন শিখছে। কেউ লিড জেনারেট এর কাজ শিখছে। এমন অনেক ধরণের স্কিল আছে। ফ্রিল্যান্সাররা যে মাধ্যমগুলো মাধ্যমে কমিউনিকেট করে তাদের জন্য কিছু প্লাটফোর্ম আছে। যেমন ধরুন আপওয়ার্ক রয়েছে, ফ্রিল্যান্সার ডট কম রয়েছে, ফাইবার ডট কম রয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন ধরণের স্কিল রয়েছে। সেগুলো থেকে আপনি শিখতে পারেন।
কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন
ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক মাধ্যম আছে। আমরা ফ্রিল্যান্সিং শেখার জন্য ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারি। তাছাড়া বিভিন্ন ধরণের ওয়েব সাইট যারা ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকে। ফ্রিল্যান্সিং শেখার জন্য আমরা প্রথমে জিরো ইনভেস্টমেন্টে কাজ শেখার চেষ্টা করবো। অনেক বড় বড় ফ্রিল্যান্সার রয়েছে যারা ফ্রিতে অনেক কোর্স করিয়ে থাকেন। কোর্সগুলো করা হয়ে গেলে আপনি মার্কেট প্লেস এর যেসব পলিসি আছে সেসব সম্পর্কে জানবেন। এমন অনেক পলিসি আছে যেমন আপনার একটার বেশি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। ভোটার আইডি লাগতেছে কি না সে সম্পর্কে জানতে হবে।
তারপর আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। যখন দেখতেছেন যে আপনার কিছু গাইড লাইন প্রয়োজন বা আপনাকে হাতে ধরে কিছু শেখার প্রয়োজন তখন ভালো কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে কোর্স করতে পারেন। আপনার কাছের ফ্রিল্যান্সার থেকে সাহায্য নিতে পারেন। বাংলাদেশে যে সকল ফ্রিল্যান্সার আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে ফলো করতে হবে।
এ সকল আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ফ্রিল্যান্সিং কিন্তু খুব সহজ নয়। এতে প্রচুর সময় ব্যয় করতে হয়। যখন শুরু করবেন তখন দেখবেন এক বা দুই মাস অথবা এক বা দুই বছর লেগে যাবে ইনকাম করতে। তবে হতাশ হওয়া যাবে না। দেখতেছেন ইনকাম হচ্ছে না আমার দ্বারা হয়তো বা ফ্রিল্যান্সিং করা হবে না। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার ধৈর্য্য অনেক প্রয়োজন হয়। ফ্রিল্যান্সিং শিখে যে আপনি টাকা ইনকাম করতে পারবেন এমন ১০০% গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না। স্বপ্ন সবাই দেখে। স্বপ্ন বাস্বত রূপ কয়জনে দিতে পারে। কোন জিনিসই আপনার স্বপ্ন অনুসারে হয় না। স্বপ্নকে বাস্তব রূপ দিতে গেলে আপনাকে সময় ও শ্রম ইনভেস্ট করতে হয়। আমরা যখন সেই সময়টাকে ও শ্রমকে ইনভেস্ট করার জন্য রেডি থাকবো তখনই আমরা সফল হতে পারবো।
শেষ কথা
ফ্রিল্যান্সিং খুব সহজ আবার খুবই কঠিন। ফ্রিল্যান্সিং করতে হলে সময় এবং শ্রম দুটোই প্রচুর ব্যয় করতে হয। যে সময়টা তুমি ঘুরে বেড়াও সেই সময়টাতে দৈনিক এক ঘন্টা করে মুভি না দেখে ইউটিউবে বিভিন্ন ধরণের টিউটোরিয়াল দেখেন। এই ভাবে কাছ করলে আপনি এক লক্ষ না পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য্য এবং সময় মেন্টালি রেডি করতে হবে। তাহলে আপনি অনলাইন থেকে কিছু পেতে পারেন।
# কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন? অনলাইনে ইনকাম করার উপায় # নতুনরা যেভাবে ফ্রিল্যান্সিং শিখবেন। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শুরু করার উপায়
[…] ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ফ্রিল্যা… # নতুনরা যেভাবে ফ্রিল্যান্সিং […]
События которые идут в режиме реального времени представлены в разделе LIVE. Используйте поиск. Введите название команды и нажмите на пиктограмму “лупа”. Используйте закладку с пиктограммой “монитор”. Здесь будут выбраны только события с телетрансляциями. Линия. Категория от А-Я.
слоты игровые автоматы 1xbet
1xbet бонус новым
1xbet com рабочее зеркало
1xbet игровые автоматы играть
вход в 1хбет
Ready to enhance your online security effortlessly? Our independent services got you protected! From strengthening your website against bots to facilitating file sharing, we’ve got easy solutions for all. https://stash.surge.sh
Hey people!!!!!
Good mood and good luck to everyone!!!!!